জগন্নাথপুর :: জগন্নাথপুরে ধর্ষণের শিকার কলেজছাত্রী রুমেনা বেগম বিচার না পেয়ে আত্মহত্যার ঘটনার প্রধান আসামি ইউনুস মিয়া (২৮) কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জগন্নাথপুর থানা পুলিশ।  এর আগে গতকাল রবিবার বিকেলে সুনামগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার উপ-পরির্দশক হাবিবুর রহমান জানান- ‘চাঞ্চল্যকর এ মামলার আসামিকে ধরার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। রবিবার গোপন সংবাদের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ২৫ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর ডিগ্রী কলেজেরছাত্রী উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের আখলুছ মিয়ার মেয়ে রুমেনা বেগমকে একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে অটোরিকশা চালক ইউনুস মিয়া কয়েকজন সঙ্গী নিয়ে রুমেনাকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় বিচার না পেয়ে মেধাবী কলেজ ছাত্রী রুমেনা বেগম আত্মহত্যা করে। এঘটনায় রুমেনার ভাই বাদী হয়ে ইউনুস মিয়াকে প্রধান আসামি করে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী আসামিদের গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেন। দীর্ঘ ৬ মাস পর পুলিশ মূল ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn