জগন্নাথপুর::জগন্নাথপুরে বর যাত্রীদের হামলায় ৪ হিজড়া আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে। জানাগেছে,জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের জসিম উদ্দিন নামের এক বর মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল এলকায় বিয়ে করেন। শুক্রবার সকাল ১১ টার দিকে বর সহ যাত্রীদের গাড়ি নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় হাসপাতাল পয়েন্টে এলাকায় স্থানীয় কয়েক জন হিজড়া বরের গাড়ির সামনে গিয়ে টাকা সাহায্য চায়। এ সময় বরের সাথে থাকা যাত্রীদের মধ্যে অনেকে ক্ষেপে গিয়ে হিজড়াদের উপর হামলা করেন। হামলায় জাহিদা হিজড়া, মিতালী হিজড়া, বৈশাখি হিজড়া, বিপাশা হিজড়া সহ ৪ হিজড়া আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হ এ ঘটনায় সন্ধ্যায় আহত জাহিদা হিজড়া বাদী হয়ে ছাদেক মিয়া, মুকিত মিয়া, আফরোজ আলী, মনির মিয়া, বশির মিয়া, হাকিম মিয়া, ছাইম মিয়া সহ ৭ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে-বরের কাছে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে অভিযোগের বাদী জাহিদা হিজড়া বলেন, আমরা হিজড়াগণ সামাজিক ভাবে অবহেলিত হওয়ায় আমরা মানুষের কাছ থেকে সাহায্য নেই। কেউ দেয়, আবার কেউ দেয় না। তাই বলে আমাদেরকে মারপিট করবে কেন। তবে এ ব্যাপারে অনেকে অভিযোগ করে বলেন, বিয়ের অনুষ্ঠান হলেই হিজড়াগণ টাকার জন্য বরের গাড়ি আটকে দেয়। এতে অনেকে সাহায্য করেন আবার অনেকে বিরক্ত বোধ করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn