জগন্নাথপুরে মরমি কবি সাধক রাধারমণ দত্তের ১০২ তম প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার রাত ৮ টার দিকে স্থানীয় কেশবপুর বাজার এলাকায় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।  মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও রাধারমণ পরিষদের যুগ্ম-সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আতম সালেহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো. মঈন উদ্দিন, জগন্নাথপুর পৌসভার প্যানেল মেয়র শফিকুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও রাধারমণ পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান প্রমূখ।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধারমণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিলু মিয়া।  এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠ শিল্পী বাবলী সরকার, লায়লা আক্তার, হারুন মিয়া, চ্যানেল আই সেরাকণ্ঠ বুশরা আক্তার ঝুমু, ফয়সল গণি শাহ সহ স্থানীয় শিল্পী বৃন্দ।  মধ্যরাত পর্যন্ত রাধারমনের গান পরিবেশন করে শিল্পীরা হাজার হাজার দর্শককে মাতিয়ে রাখেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn