জগন্নাথপুর সংবাদদাতা:: সুনামগঞ্জের জগন্নাথপুরে দোকানের মালিকানা নিয়ে সংঘর্ষে ভাতিজার হামলায় চাচা ও চাচাতো ভাই সহ কমপক্ষে ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে। এ নিয়ে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। সরজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল পয়েন্টে স্থানীয় হবিবপুর আশিঘর গ্রামের তৈমুছ আলীর একটি দোকান ঘর রয়েছে। এ দোকানের মালিকানা নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তৈমুছ আলীর ছেলে সিপন মিয়া ও তার চাতাতো ভাই ফাহিম মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভাতিজা ফাহিম সহ তার সহযোগিদের হামলায় তার আপন চাচা তৈমুছ আলী (৫০) ও তার চাচাতো ভাই সিপন মিয়া (২৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সিপনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং অপর আহত তৈমুছ আলীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn