জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ও ভীমখালী ইউনিয়নের মধ্যবর্তী পাগনার হাওরের পূর্বপারের রাজাবাজ, ভান্ডা, মল্লিকপুর, উজান দৌলতপুর, ভাটি দৌলতপুরসহ ১০টি গ্রামের হাজারো কৃষকের প্রায় দুই হাজার একর বোরো জমির জলাবদ্ধতা নিরসন হচ্ছে না ৩০ বছর ধরে। পাম্প বসিয়ে পানি সেচে জমি চাষ করেন কয়েক গ্রামের কৃষকরা। সেই জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা।

গত সোমবার বিকালে ১০ গ্রামের কৃষকদের আয়োজনে মল্লিকপুর গ্রামের পশ্চিমের কান্দায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো কৃষক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আব্দুল মালিক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, আক্তার হোসেন, শিহাব উদ্দিন, আফজল হোসেন, শহিদুল ইসলাম, আরাফাত উল্লাহ, গোলাম মোস্তফা, আবুল কালাম, ইউপি সদস্যা ইনুফা আক্তার, মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য হোসেন আহমদ, নুরুল আমীন, করম আলী, মারফত মিয়া প্রমুখ।

মানববন্ধনে কৃষকরা বলেন, ‘৩০ বছর ধরে হাওরের পানি নিষ্কাশনের রাস্তা কানাইখালী নদীর তিন কিলোমিটার এলাকা পলি ভরাট হওয়ায় ১০ গ্রামের প্রায় ২ হাজার একর বোরো জমি অনাবাদি থাকছে। যার ফলে জমির মালিক কৃষকরা মানবেতর জীবনযাপন করছেন। হাজারো কৃষকের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পাগনার হাওরপারের জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগে নেওয়া হচ্ছে না। দ্রুত পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবি জানান কৃষকরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn