এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় শুক্রবার পর্যন্ত ১২ দিন অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। এই সময়ে ১৩৪ জন শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।  শিক্ষক নেতারা জানিয়েছেন, ১০ জানুয়ারি হতে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ১৫ জানুয়ারি হতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচিতে জাতীয়করণের একদফা শিক্ষক-কর্মচারী প্রতিদিন যোগ দিচ্ছেন। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টানা ৩য় দিন ধর্মঘট পালিত হয়েছে। ৬টি শিক্ষক-কর্মচারি সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’ এর নেতৃবৃন্দ বলেন, জাতীয়করণের দাবিতে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছে, একই সাথে প্রেসক্লাবের সামনে চলেছে আমরণ অনশন। দাবি না মানায় লিয়াজোঁ ফোরামের পক্ষ হতে আজ ও কাল আবারো সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট আহ্বান করেছেন। তবে আমরণ অনশন কর্মসূচিও যথারীতি চলবে। একটানা অনশনে এবং প্রচণ্ড শীতে শুক্রবার ১৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পরেন বলে জানিয়েছে শিক্ষকরা নেতারা। এদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জি এম শাওন, শেরপুরের রেখা আক্তার, বি বাড়িয়ার আব্দুল হাকিম, সহসভাপতি বিপ্লব কান্তি দাস, জয়পুরহাটের মো. কহর উদ্দিনসহ ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার শিক্ষকদের আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।  আমরণ অনশন কর্মসূচির বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক মো. আব্দুল খালেক, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, মো. আবুল বাসার হাওলাদার, মো. জসিম উদ্দীন, মো. নজরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে ‘শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি’র ব্যানারে দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সংগঠনের প্রধান সমন্বয়কারী আসাদুল হক বলেন, সারা দেশে আমাদের কর্মসূচি চলছে। যারা প্রেসক্লাবের সামনে অনশন করছেন তাদের মাঠ পর্যায়ে সংগঠন বা কর্মী নেই। তাই তাদের আহ্বানে কোন সাড়া নেই। আমদের সারা দেশে সংগঠন রয়েছে। তারাই বিভিন্ন কর্মসূচি পালন করছে।  অন্যদিকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ঘোষিত দুই মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক মুক্ত আলোচনার করা হয়। 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn