জামালগঞ্জ :: জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত বিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৬ আগস্ট সুনামগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল সাহা বরাবরে অভিযোগটি দায়ের করেন উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের আবুল কালাম সরকারসহ বিভিন্ন গ্রামের ৭১ জন গ্রাহক। অভিযোগে জানা যায়, গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে। কিন্তু আগস্ট মাসে দ্বিগুণেরও বেশি বিল হওয়াতে গ্রাহকদের মনে অসন্তুষ্টি দেখা দেয়। কোনো কোনো গ্রাহকের তিন গুণ ও চার গুণ বেশি বিল চলে আসছে। তাই সঠিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অভিযোগের কপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জামালগঞ্জ প্রেসক্লাবকে অবহিত করা হয়। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অখিল সাহা বলেন, এই মাসে ঈদ ও প্রচন্ড গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বেশি হওয়ায় বিল বাড়তে পারে। তারপরও অভিযোগের বিষয়ে আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn