জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইকবাল আল আজাদ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নূরুল হক আফিন্দি পেয়েছেন ১৬ হাজার ৮৯০ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতীকে ৪ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে ১ হাজার ৩৬১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn