বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে তাদের নগরীর হেতেমখান এলাকা থেকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। আটক অন্য নেতারা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী জেলার আমির অধ্যাপক আবদুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জের আমির মাওলানা আবু জার গিফারী। বাকি ছয় নেতার নাম জানা যায়নি। জানা গেছে, সোমবার সকালে তারা নগরীর হেতেমখান এলাকায় নির্বাচনসংক্রান্ত বিষয়ে মিটিং করার জন্য বসেছিলেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ বলেন, জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।পর দিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে আসেন। তিনি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn