সুনামগঞ্জেঃ

আল-হেলাল,:: সুনামগঞ্জে পৃথক পৃথক কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে সরকারী বেসরকারী পেশাজীবি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। পরে জেলা সদর হাসপাতালে এক রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসুচির পরিদর্শন করেন সুনামগঞ্জ ৪ সদর আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। এসময় জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ,সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, দুপুরে শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খবার পরিবেশন, মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও প্রার্থনা, বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা, বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের স্থিরচিত্র নিয়ে ছবি প্রদর্শনী, সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুগর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিকে শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে মাধ্যমিক পর্যায়ে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুগর প্রাঙ্গণে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়। জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেন,আমরা জাতির জনকের জন্মদিন উপলক্ষে সকল অনুষ্ঠানগুলো যথারীতি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছি।

শাল্লা:

হাবিবুর রহমান হাবিব,:: শাল্লা উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে র‍্যালি শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এনামুল বারী লেলিন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান রান্টু লাল দাস, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পিযুষ চৌধুরী, কৃষক লীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, বাহাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পিযুষ দাস,বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য চন্দ্র নাথ দাস,শাল্লা ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, যুবলীগ নেতা ফেনী ভূষণ সরকার, অরিন্দম চৌধুরী অপু, হাবিবুর রহমান, কৃপেন্দ্র দাস, সোহেল আহম্মদ, রনি চৌধুরী, জুয়েল চৌধুরী,নিরদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সন্দীপন সরকার, সৈনিক লীগের আহ্বায়ক উজ্জ্বল রায়, যুগ্ম আহ্বায়ক চয়ন চৌধুরী,সুদেপ চৌধুরী, প্রমুখ। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবসের উপর আলোচনান্তে বিস্তর বক্তব্য প্রদান করেন।

তাহিরপুর:

তাহিরপুর :: তাহিরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আনন্দ র‌্যালী,শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলার পরিষধের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন শেষে গনমিলনায়তন কেন্দ্রে মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার পূণেন্দু দেব এর সভাপতিত্বে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,ছাত্রলীগ নেতা আবুল কাশেম,রাজন চন্দ,শিক্ষার্থী লাদেন মিয়া ও দিবা গাঙ্গুলী প্রমূখ। অপরদিকে ইসলামী ফাউন্ডেশন তাহিরপুর শাখার উদ্যোগে পৃথক আরেকটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,মডেল কেয়রটেকার মাও.আব্দুল হান্নান,মাও.দ্বীন ইসলাম আজাদী,আলী হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে রচনা ও কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ:

দক্ষিণ সুনামগঞ্জ :: যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকলœা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। পুষ্পস্তবক অর্পণ পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্যর‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রুবিনা বেগম,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন অর রশীদ,থানার ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী,সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ মিয়া, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী,উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি রনধীর মজুমদার প্রমুখ। র‌্যালী পরবর্তী উপজেলা হলরুমে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর:

জগন্নাথপুর:: জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পরিবেশ সম্পাদক কদ্দুছ কামালী, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আলীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ নিজামুল করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরাফাত মিয়া, সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, পৌর আ.লীগ নেতা হাবিবুর রহমান পাখি, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ প্রমূখ। সভায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয় এবং নব-গঠিত সুনামগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn