শুক্রবার দুপুরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুদিগাঁও গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, সুনামগঞ্জ  জেলা আওয়ামী লীগে কোন বিভেদ নেই। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কারো কথায় বা ইঙ্গিতে চলে না। যে বা যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে দলের হাইকমান্ডে তাদের বিষয়ে জানানো হবে। দল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে। ’ তিনি বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারবাহিকতায় প্রতিটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে সরকার দেশের শতভাগ পরিবারকে বিদ্যুতের আলোতে আলোকিত করবে।’ 

পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী ছাড়াও তিনি সিলেটে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে সফল করতে বিকালে  মঙ্গলকাটা, কৃষ্ণনগর, চৌমোহনি ও হালুয়াঘাট বাজারে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।  প্রস্তুতি সভার বক্তব্যে মতিউর রহমান বলেন,‘  আগামী ৩০ জানুয়ারি সিলেটে প্রধানমন্ত্রীর কর্মসূচীতে আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করব ও প্রধানমন্ত্রীর কর্মসূচিকে আমরা সফল করব।  প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি সিদ্দিকা, আওয়ামী লীগ নেতা শংকর দাস, জুনেদ আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, অ্যাড. আজাদুল ইসলাম রতন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn