সুনামগঞ্জ সদর হাসপাতালে টেন্ডার ছিনতাই মামলায় সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সুনামগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পেশকার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ নেতা রিগান আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হামিদুর রহমান লিপন ও ঢাকা মিরপুর-১০-এর বাসিন্দা মাজেদ বিশ্বাসের ছেলে শাওন মাহমুদ।

বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা বাতিল করে তাদের কারাগারে পাঠান বিচারক। গত ১৬ ফেব্রুয়ারি সকালে এক ঘণ্টার ব্যবধানে সুনামগঞ্জ সদর হাসপাতালের মালামাল সরবরাহ-সংক্রান্ত দুটি টেন্ডার ছিনতাই হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে উজ্জ্বল, তাজুল, রিগান, লিপন ও শাওনকে আটক করে পুলিশ। পরদিন বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠান ঈগল এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার পাভেল সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে তারা অস্থায়ী জামিনে বের হন। পেশকার নজরুল ইসলাম বলেন, ‘টেন্ডার ছিনতাই মামলাটি দ্রুত বিচার আইনে করা। আসামিরা পুলিশ রিপোর্টের আগ পর্যন্ত জামিনে ছিলেন। আজ মামলার শুনানির দিন ধার্য ছিল। আদালতে আসামিরা ফের জামিন আবেদন করলে তা বাতিল করে তাদের কারাগারে পাঠান বিচারক।’

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল তুহিন বলেন, ‘পুলিশের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। পুলিশ রিপোর্ট জমা দেয়ায় আসামিরা আবারও জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠান।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn