তাহিরপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।  গুরুতর আহত সামসুল আলম নামে একজন কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আশরাফুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম (২৮) ও সামিম ইসলাম (১৬) নামের ৩ জনকে। আহত অন্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বড়দল গ্রামের সামিম মিয়া (২৫) ও একই গ্রামের এনায়েত মিয়া ব্যাডমিন্টন খেলা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনেই উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়।  তাহিরপুর থানার (ওসি) নন্দন কান্তি ধর জানান, বড়দল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে থানায় এ ব্যাপারে কেউই অভিযোগ নিয়ে আসেননি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn