তাহিরপুর  ::  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, চুনাপাথর ও কয়লা আটক করেছে বিজিবি, যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে চোরাই মালামাল আটক করে ১৮ বর্ডারগার্ড সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়,  লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের একটি টহল দল বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ মোকসেদপুর নামক স্থান থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। একই সময়ে চারাগাও বিওপির অপর একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাও নামক স্থান থেকে ৯ হাজার কেজি ভারতীয় কয়লা ও মাঝহাটি নামক স্থান থেকে ১৮০ ঘন ফুট চুনা পাথর আটক করে।  অপরদিকে ট্যাকেরঘাট বিওপির একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া থেকে ৭ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা আটক করে। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্য্যালয়ে এবং চুনাপাথর ও কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn