সু’বার্তা ডেক্স-সুনামগঞ্জ সফরে এসে শিশুশিক্ষার্থীদের পাঠদান করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রাক প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। পরে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। এসময় তিনি সকল শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে এসে পড়াশোনা করার জন্য পরামর্শ দেন।

শিক্ষা প্রতিমন্ত্রী এসময় শিক্ষকদেরকে সঠিক সময়ে স্কুল এসে পাঠদান করার নির্দেশনা দেন। পরে তিনি স্কুল এলাকার পাশের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং নিয়মিত সন্তানদের স্কুলে পাঠানো ও পাঠদান করা হচ্ছে কিনা খোঁজখবর নেওয়া ও বাড়িতে এসেও যেন পড়াশোনা করে তার পরামর্শ দেন।

এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, সুনামগঞ্জ জেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ, ওসি মোহাম্মদ নাজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn