তাহিরপুর  :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অনাড়ম্বর আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। গেল বছর বড়দিন উপলক্ষে সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকায় আলোয় আলোকিত হয়ে উঠলেও এবারের আয়োজন ভিন্ন। চারপাশ বর্ণিল আলোকচ্ছটায় মুগ্ধ থাকার নিয়ম থাকলেও এ বছর করোনা মহামারির কারণে কেবল ধর্মীয় প্রার্থনা ও মৌলিক আচারাদি পালনের মধ্য দিয়ে চার দেয়ালেই সীমাবদ্ধ বড়দিনের আয়োজন। আদিবাসী নেতা এন্ড্রু সলমার জানান, তাহিরপুর সীমান্ত এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীর চারটি সম্প্রদায়ের ৩শ পরিবার অনাড়ম্বর আয়োজনে বড়দিনের আচারাদি পালন হয়েছে। করোনা পরিস্থিতির কারনে অন্যান্য বছরের মতো এ বছর তেমন ঘটা করে বড়দিনের অনুষ্ঠান পালন করা হয়নি। গির্জা গুলোতে প্রার্থনায় সারাবিশ্ব করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি এবং জগতের সবার মঙ্গল কামনা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn