ত্রাণ নয়, বাঁধের দাবিতে সংসদে একজন সাংসদ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বক্তৃতা করেছেন। পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বুধবার সংসদে বক্তৃতা দেন।

বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সাংসদ। এসময় তিনি তার গলায় একটি প্ল্যাকার্ড ঝুলান যাতে লেখা ছিল- ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’।

পটুয়াখালী থেকে নির্বাচিত সাংসদ বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

শাহজাদা বলেন, “এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। আমি ওই জনগণকে থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি, তারা এভাবেই বলেছিল- ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’।”

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn