দক্ষিণ সুনামগঞ্জ  :: দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ৯৭ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।  সাংবাদিক নোহান আরেফিন নেওয়াজের উদ্যোগে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।  ক্যাম্পেইনে সার্বিক সহযোগীতা করেন সাংবাদিক আলাল হোসেন রাফি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মর্নিংবার্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ পূর্ববর্তী সভায় মর্নিংবার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মাহমুদুল ইসলাম লালনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজল। বিশেষ অথিতির বক্তব্য রাখেন- পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও কবি আজমল হোসেন।

এসময় বক্তারা বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগটি প্রশংসনীয়। উদ্যোক্তা নেওয়াজ ও আলালকে অশেষ ধন্যবাদ জানাই শীতার্ত মানুষের উপকারের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহন করায়। প্রত্যেকের উচিৎ তাদের মতো এমন উদ্যোগ গ্রহন করা। সেই সাথে যারা শীতবস্ত্র ক্যাম্পেইনে অর্থ দিয়ে সহযোগীতা করেছেন তাদেরকে ও ধন্যবাদ জানাই। এমন প্রোগ্রামে থাকতে পেরে খুবই ভালো লাগলো। এমন মানবিক কাজ অব্যাহত থাকুক।’

‘শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইনের উদ্যোক্তা নোহান আরেফিন নেওয়াজ বলেন, করোনাকালীন সময়ে শীতার্ত মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ফেসবুকে শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন ঘোষণা করি। এতে দেশে-বিদেশে থাকা অনেক মানবিক মুখ আর্থিক সহযোগীতা করেন। তাদের পাঠানো অর্থে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। সবার দোয়া ও সহযোগীতায় এমন কাজ অব্যাহত রাখতে চাই।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn