দক্ষিণ সুনামগঞ্জ  :: মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাসি খাবার পরিবেশনের দায়ে দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত তিনটি রেস্টুরেন্টসহ একটি কনফেকশনারি ও স্টোরে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ২ টায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার পাগলা বাজারের  ইমাদ রেস্টুরেন্টকে দশ হাজার, মা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিজয় রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও বাদশা কনফেকশনারিকে পাঁচ হাজার ও শান্তিগঞ্জ বাজারের মামুন স্টোরকে পাঁচ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সুনন্দা রায়(ভূমি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁরা বলেন,  ‘প্রতিটি রেস্টুরেন্টে বাসি ও পচা খাবার পাওয়া গেছে। একটি কনফেকশনারি ও স্টোরে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার পাওয়া যায়। এসব খাবার পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে’। এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র গোপ, নাজির আবু বক্কর, দৈনিক তরুণকন্ঠ’র দ. সুনামগঞ্জ প্রতিনিধি জামিউল ইসলাম তুরান, পুলিশ কন্সটেবল মোস্তফা, মোশাররফ ও শ্রমিক নেতা বজলুর রহমান প্রমুুুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn