সরকারি স্কুল ও কলেজ বিহীন দেশের প্রতি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার এক মাত্র ডিগ্রি কলেজ সরকারিকরণের লক্ষে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবরে কলেজের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি আজ ১৫ মে, সোমবার, দুপুরে রেজিট্রির মাধ্যমে ( ডি অব গিফট ) হস্তান্তর করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, সুনামগঞ্জ- ৪ আসনের মাননীয় সাংসদ জনাব পীর ফজলুর রহমান মিসবাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সুলেমান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আয়েশা আক্তার, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানীত সদস্যবৃন্দ, সুধীজন, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। কলেজ জাতীয়করণের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ও যার ঐকান্তিক প্রচেষ্ঠায় কলেজটি জাতীয়করণের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে শিক্ষানুরাগী সাংসদ জনাব অ্যাড. পীর ফজলূর মিসবাহ মহোদয়কে ডিবিডি কলেজে পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn