দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ময়ের ১০টি অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অনাস্থা প্রস্তাব দিয়েছেন ওই ইউনিয়নের ১০ সদস্য। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে তারা অনাস্থা প্রস্তাব দাখিল করেন। স্বাক্ষরকারীরা হলেন ইউপি সদস্য তোতা মিয়া, দুলাল আহমদ, শহিদুল ইসলাম স্বাধীন, অস্টম রায়, যুব চন্দ্র দাস, উত্তম তালুকদার, সুর্যলাল দাস, আব্দুল কাত্তার, বিভা রানী দাসও রেনুকা বালা। লিখিত প্রস্তাবে তারা উল্লেখ করেন, ২০১৫-১৬ অর্থ বছরের এলজি এসপি-২এর বরাদ্দ এর টাকা ওয়ার্ড সভা ছাড়াই তিনি নিজের ইচ্ছামতো প্রকল্প বানিয়ে উপজেলা পরিষদে দাখিল করে বিজিসিসি সভায় অনুমোদন নিয়ে নিজের ইচ্ছামতো খরচ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এডিপি খাতের বরাদ্দের প্রকল্প আমাদের কাছ থেকে নেননি। পরিষদের কর আদায়ের কোনো হিসাব আজ পর্যন্ত সভায় উত্তাপন করেননি। টিআর, কাবিখা, কাবিটাসহ উন্নয়ন মুলক প্রকল্প আমাদের মতামত না নিয়ে নিজের ইচ্ছা মাফিক প্রণয়ন করেন। এছাড়া চেয়ারম্যান নিজ প্রভাব দেখিয়ে নিজের ব্যক্তিগত লোকদের দিয়ে ওয়ার্ড সদস্যদের বাদ দিয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান এহসান চৌধুরী বলেন, তারা নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করছেন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে তারা এসব নাটক সাজাচ্ছেন। লিখিত অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn