দিরাইয়ে নদীর পানি কমতে শুরু করেছে। বেশ কিছুদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় বন্যা যা ১৯৮৮ সালের মহা প্লাবনকেও ছাড়িয়ে যেতে পারে এই ধারণা নিয়ে দিরাইবাসী মহা আতঙ্কে দিন কাটালেও দিরাইয়ের কোথাও বন্যা আঘাত হানেনি।  দিরাইয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে- নদীর পানি বেড়ে তীরবর্তী কিছুসংখ্যক ঘরবাড়িতে পানি ঢুকলেও, তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এলাকার লোকজন বলেন স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বেশি পানি বাড়লেই এই ঘরবাড়ি গুলো পানিতে প্লাবিত হয়। তাছাড়া বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে গত দুইদিন যাবত পানি কমতে শুরু করেছে। এতে জনমনে ফিরেছে স্বস্তি এবং জনমতের আতঙ্কের ধারণা অনেকটা কমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn