দিরাই  :: সুনামগঞ্জের দিরাইয়ে পিইডিপি-৪ এর অর্থায়নে উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় সভায় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন- শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন চৌধুরী, কবি নীরেশচন্দ্র রায়, অসীম চৌধুরী, টিপু হালদার, মানবেন্দ্র সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম চৌধুরী বলেন, উন্নত তথ্য প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সুশিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকার আন্তরিক। এই কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানিয়ে তিনি বলেন, এগুলো (মাল্টিমিডিয়া) যেন বিদ্যালয়ে বাক্স বন্দি না থাকে। এগুলোর যথাযথ ব্যবহার করার জন্য সকল প্রধান শিক্ষককে আহবান জানান তিনি। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে মাল্টিমিডিয়া তুলে দেয়া হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn