জিয়াউর রহমান লিটন-

সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে আসন্ন উপনির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেন পত্নী জয়া সেনসহ মোট ৫ জন প্রার্থী বৃহস্পতিবার সুনামগঞ্জ ও দিরাইয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেন পত্নী ছাড়া অপর ৪ প্রার্থী সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম আজহারুল হক এর নিকট তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

সুনামগঞ্জে  মনোনয়ন জমাদানকারি প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী উপজেলা জাতীয় পার্টি নেতা শেখ জাহির আলী, জাসদ ইনু সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জাহেদ আলী মাহবুব ও জাসদ শরীফ-আম্বিয়া সমর্থিত প্রার্থী সালেহীন চৌধুরী শুভ। এদিকে,দিরাই-শাল্লার আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে  সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত।

গতকাল বৃহস্পতিবার সহ-কারি রিটার্নিং (উপজেলা নির্বাচন) কর্মকর্তা হাফিজুর রহমানের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন- মুহিবুর রহমান মানিক এমপি, আবদুল মজিদ এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, এম আই চৌধুরী, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শামীমা শাহরিয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিম চন্দ্র দাস, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলার সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়া, অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, অভিরাম তালুকদার, রঞ্জন রায়, মোহন চৌধুরীসহ দিরাই ও শাল্লা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দিরাই-শাল্লা আসনে জয়া সেনকে নৌকার প্রার্থী মনোনয়ন এবং জয়া সেন কর্তৃক গতকাল মনোনয়নপত্র  দাখিল করায় সুরঞ্জিত সেনগুপ্ত সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা। দিরাই-শাল্লার সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেন পত্নী জয়া সেন।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আগামী ৩০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ৫-৬ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।

সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের জন্য তপসিল ঘোষণা করা হয়। আগামী ৩০ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  প্রসঙ্গত, এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন।

মনোনয়ন দাখিলের পর ড. জয়াসেন তার প্রতিক্রিয়ায় বলেন, এতো জন সমর্থন, এতো ভালোবাসায় আমি মুগ্ধ। শুধু ধন্যবাদ দিয়ে দিরাই-শাল্লার মানুষকে ছোট করবো না। দিরাই-শাল্লা বাসীর জন্য অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়ন করবো। আমি ওয়াদাবদ্ধ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষিত ও দক্ষ সমাজ গঠনে। এই জন্য আমি নিরলসভাবে কাজ করতে চাই। দিরাই-শাল্লার সর্বস্তরের জনগন নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করবো।

আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও সাহসিকতায় বাংলাদেশ আজ সফল উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। সেইসাথে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের মর্যাদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

আমি নিজেও ব্র্যাক শিক্ষা কর্মসূচীর মহাব্যস্থাপক ছিলাম। কিভাবে শিক্ষিত ও দক্ষ সমাজ গঠন করতে হয় তা আমি জানি।

প্রতিটি মিটিংএ হাজারো মানুষের সমাবেশ। আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি. যারা হাজারো ব্যস্ততার মধ্যে শোকসভায় সহ অন্যান্য কর্মসূচীতে আসতে পারেননি. তাদেরকেও ধন্যবাদ. দোয়া করবেন দিরাই-শাল্লা মানুষের জন্য যেন ভাল কিছু করতে পারি। আমার স্বামী স্বর্গীয় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত জীবনভর মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষ। আল্লাহ্ রাখে যদি এই জীবন, দিরাই-শাল্লা বাসীর সাথে কাজ করবো আমার মরণ। ভালবেসেছি, ভালোবেসেছিলাম, ভালোবাসবো দিরাই-শাল্লার মানুষকেই আজীবন। দিরাই-শাল্লার সাধারণ জনগনের সর্বাত্মক সহযোগিতা চাই।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn