ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে বাদ পড়লেন শ্রীলঙ্কার অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তার জায়গায় সুযোগ পেয়েছেন লেগ-স্পিনার জেফরি ভান্দারসে। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ও টি-২০ খেললেও প্রথমবারের মত বড় ফরম্যাটের স্কোয়াডে ডাক পেলেন ভান্দারসে।  কোলকাতায় সিরিজের প্রথম টেস্টে পেস বান্ধব পিচে উইকেট শূণ্য ছিলেন হেরাথ। দুই ইনিংসে ৩৪ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি তিনি। তবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংস খেলেন হেরাথ। এতে ঐ টেস্টের প্রথম ইনিংসে ১২২ রানের লিড পেয়েছিলো শ্রীলঙ্কা। এরপর নাগপুর টেস্টেও বল হাতে ব্যর্থ ছিলেন হেরাথ। ৩৯ ওভার বোলিং করে ৮১ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন তিনি। অথচ ঐ টেস্টে ভারতীয় স্পিনাররা ১৩ উইকেট শিকার করে। হেরাথের পরিবর্তে সুযোগ পাওয়া ভান্দারসে ১১ ওয়ানডেতে ১০ ও ৭ টি-২০ ম্যাচে ৪ উইকেট নেন।  আগামী ২ ডিসেম্বর থেকে দিল্লিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। কোলকাতায় প্রথম টেস্ট ড্র হলেও, নাগপুরে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ২৩৯ রানের ব্যবধানে জিতে নেয় ভারত। বাসস ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn