দুই ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে রেল সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, একটি তেলবাহী ট্রেন শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় পৌঁছালে এর দুটি ট্রাংকার লাইনচ্যুত হয়ে পড়ে।  তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে অপর একটি ইঞ্জিনের সহায়তায় বেলা সাড়ে ১২টায় তা উদ্ধার করা হয়। এরপর থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn