বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রি আরিফা পারভিন মৌসুমী ও সাদিকা পারভিন পপি। তাদের দুজনের জন্ম একই এলাকায় এবং একে অপরকে বোন হিসেবে পরিচয় দেন। কিন্তু এবার পরস্পরের মুখোমুখি হচ্ছেন মৌসুমী-পপি।

আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী। অন্যদিকে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পপি। সে হিসেবে বলাই যায়, মৌসুমী-পপি পরস্পরের বিপরীতে লড়ছেন। পাশাপাশি নিজের জন্য ও নিজ প্যানেলের জন্য ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে পপি জানান, ‘শিল্পী সমিতিটাই হচ্ছে একটা পরিবার। এখানে সবাই আমরা পরিবারের মতো। নির্বাচনে আমরা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারি। এতে করে আমাদের সম্পর্কের কোনো চিড় ধরবে না। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি এবং আগামীতেও তেমনই থাকব।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরার তিনটি প্যানেল থেকে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। তিনটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ এবারে মোট ৫৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৬ এপ্রিল তারা নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। শিল্পী সমিতির এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মনতাজুর রহমান আকবর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn