সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে ২ সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেছেন এক গৃহবধূ। তিনজনের মধ্যে পরে ২ সন্তানের জননী আখি আক্তারের মৃত্যু ঘটে। আখি বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সোমবার (৪ অক্টোবর) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোরে শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যান। আনুমানিক ৯ টার দিকে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী আখিঁ আক্তারসহ তার ২ ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) ঘরের ভিতর বিষের যন্ত্রণায় ছটফট করছেন। এসময় ছেলে সিয়াম তাকে জানান, তার মা প্রথম বিষ খায় পরে তাদেরকেও বিষপান করান। এ কথা শুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং বিষপানকারীদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যান।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যান। নিহতের স্বামী শামসুল হক জানান, ২ সন্তানকে দিরাই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তাদের অবস্থা ভালো। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরেই বিষপান করেছে আখি। তবে মৃত্যুর আগে আঁখি এ বিষয়ে কাউকে কিছু জানাননি। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, ৩ জনের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn