দোয়ারাবাজার ::  দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুভর্তি ৫ টি নৌকাসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার  গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাছান সঙ্গীয় ফোর্সসহ উপজেলাধীন চিলাই নদীর সুন্দরপই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুভর্তি ৫ টি নৌকাসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃত নৌকার ৩টি ষ্টীলবডি ও ২টি কাঠবডি। আটককৃত মাঝিরা হলেন- উপজেলার সুরমা ইউনিয়নের গোজিউড়া গ্রামের আব্দুন নুরের পুত্র মঈন উদ্দিন (২৫), মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইল্লাছ আলীর পুত্র আব্দুল মন্নান (৬০), সাইদুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন (১৮), দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র সাকাল মিয়া (৫৫), আলাল মিয়ার পুত্র সুহেল মিয়া (২৮), বাজিতপুর গ্রামের মৃত জালু মিয়ার পত্র ছইল মিয়া (৪০), মৃত সুনাফর আলীর পুত্র ওয়াজ উল্লাহ (৪০), সুনুর মিয়ার পুত্র সুমন মিয়া (২৮), মৃত নুর আলীর পুত্র খলিল মিয়া (২৪), আরমিছ আলীর পুত্র তারেক মিয়া (২৫), মৃত রশিদ আলীর পুত্র বাবুল মিয়া (৪০), মৃত মাহমুদ আলীর পুত্র হোসিয়ার আলী (৩৫),মৃত গোলাম মোস্তফার পুত্র আতাউর রহমান (৩৫), সুন্দরপই গ্রামের আক্কল আলীর পুত্র ছালেক মিয়া (২৪), মৃত আঞ্জব আলীর পুত্র আনফর আলী (২৯)। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুভর্তি ৫টি নৌকাসহ ১৫ জন মাঝিকে আটক করা হয়েছে। আটককৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn