দোয়ারাবাজারে আপন ফুপাতো ভাইয়ের দায়ের কোপে মামাতো ভাইয়ের খুনের ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী জোছনা বেগম। মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা হলেন- সুমন মিয়া (২৬), জুয়েল আহমদ (২২), লায়েক আহমদ (২০), রানা আহমদ (২০), আলী হোসেন (২৬), মাসুক মিয়া (৫৫), জাকারিয়া আলম (২৬), আনোয়ারা বেগম (৪৮) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫জন।

নিহত আব্দুল খালিক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগেরগাও গ্রামের ময়না মিয়ার পুত্র। আসামিরাও একই গ্রামের বাসিন্দা। মামলা সুত্রে জানা যায়, বসতভিটার ২শতাংশ জমি নিয়ে ময়না মিয়া ও তার শ্যালক আব্দুর নুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার  রাতে আব্দুল খালিকের বসতঘরে এ নিয়ে পারিবারিকভাবে বসতবাড়ীর জমিজামা নিয়া আলোচনায় বসেন। আলোচনা চলাকালে হঠাৎ উভয় পক্ষে শুরু হয় ঝগড়াঝাটি। একপর্যায়ে আব্দুর নুরের পুত্র সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। এ ঘটনায় খালিকের ভাই আব্দুল হক ও শ্বশুর আহমদ মিয়াও আহত হন। আব্দুল খালিকের অবস্থা গুরুতর হলে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীম অবস্থায় আব্দুল খালিক (৪০) শুক্রবার ভোররাতে মৃত্যুবরণ করেন। পুলিশ এ ঘটনায়  সুমন, লায়েক, রানা, আলী হোসেনসহ ৫জনকে আটক করে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn