ধর্মপাশায় ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১০ আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আহম্মদপুর গ্রামের পশ্চিম পাশে বড়লামা নামক স্থানে একটি ডোবা রয়েছে। সেখানে ওই গ্রামের ওয়াফিজ তালুকদার মাছ চাষ করেন।  শনিবার সকালে পার্শ্ববর্তী মোদাহরপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১২) সেখানে মাছ ধরতে গেলে ওয়াফিজ তালুকদার তাকে মারধর করেন। খবর পেয়ে মিজানুরের বড় ভাই সাজিবুর রহমান ওয়াফিজ তালুকদারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সাজিবুরকেও মারধর করা হয়।  খবর পেয়ে সেলবরষ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহীনুর আহম্মদপুর বাজারে গেলে ওয়াফিজ তালুকদারের লোকজন শাহীনুরের উপরও হামলা চালায়। এসময় দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য শাহীনুর, ওয়াফিজ তালুকদার, সাস্তু মিয়া, মিজানুর রহমান, দীপুসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাহীনুর ও সাস্তু মিয়াকে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, এব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn