ধর্মপাশায় অবৈধ পথে আসা প্রায় ১২ মেট্রিক টন সরকারি চাল বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় আবুল কাসেম (৪৮) নামে ওই ট্রাকের চালক ও সহকারী নূরুল আমিনকে (১৯) আটক করা হয়। সোমবার (১৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলা সদরের আনন্দের মোড় নামক স্থান থেকে চাল বোঝাই ওই ট্রাকসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ট্রাকচালক আবুল কাসেম ময়মনসিংহের আকুয়া-দর্গাপাড়া এলাকার প্রয়াত আবুল হোসেনের ছেলে ও তার সহকারী নূরুল আমিন ময়মনসিংহের দূর্গাপুর থানাধীন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা সাগর মিয়ার ছেলে। ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে ময়মনসিংহ থেকে খাদ্য অধিদপ্তরের সিল মোহরযুক্ত ৩০ কেজি ওজনের ৪০০ বস্তা সরকারি চাল ‘সামি পরিবহণ’ নামে একটি ট্রাকে করে তা অবৈধপথে ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর বাজারের মেসার্স ফারুকী অটো রাইস মিলের মালিক মাহাবুব আলম ফারুকীর গুদামে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের সব কটি রাস্তায় পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়। পরে ওই দিন সকাল ৮টার দিকে অবৈধ পথে আনা চাল বোঝাই ওই ট্রাকটি মোহনগঞ্জ-ধর্মপাশা ব্রিজ পাড় হয়ে মধ্যনগর বাজারে যাওয়ার পথে উপজেলা সদরের আনন্দের মোড় নামক স্থান থেকে চালক ও সহকারীসহ অবৈধ চাল বোঝাই ওই ট্রাকটিকে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃতরা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn