ধর্মপাশা প্রতিনিধি: ধর্মপাশা সদর বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে ১৯০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত ৮টায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়। জানা যায়- মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার থানা পুলিশের সহায়তায় ধর্মপাশা বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালান। এসময় আনোয়ার হোসেনর দুইটি চালের দোকানে খাদ্য অধিদপ্তরের নামাঙ্কিত ১৯০টি চালের বস্তা পাওয়া যায়। এসব চাল কোথায় থেকে আনা হয়েছে আনোয়ারকে জিজ্ঞাসা করলে সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই ১৯০ বস্তা চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন- ১৯০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ধর্মপাশা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই চাল ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বুধবার (০৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn