ধর্মপাশা: ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৫) ও বিয়া আক্তার (৭) নামে আপন ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের বাসিন্দা হবুল মিয়ার মেয়ে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে জালধরা হাওরের পানিতে পড়ে তারা তলিয়ে যায়। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের স্বামীর বাড়ি থেকে মাস খানেক আগে ওই দুটি মেয়ে শিশুকে নিয়ে মা ময়না আক্তার নিজের বাবার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে বেড়াতে আসেন। বৃহস্পতিবার মা ময়না আক্তার দুই মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী সলপ গ্রামে আবদুল মোতালিব নামের এক আত্বীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে দুই শিশু ঘটনার দিন সকালে ওই বাড়ির উঠানে খেলাধূলা করতে করতে এক পর্যায়ে তারা বাড়ির সামনে থাকা জালধরা হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজ করার এক পর্যায়ে দুপুরে হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে ধর্শপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে হাসপাতালের ডাক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। সেলবরষ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকবাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn