ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. এমএম শামসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে বদলি ও  রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. শামসুর রহমান ও ট্রেজারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার হাতে চিঠি পেয়েছি। দুদিন সরকারি বন্ধ থাকায় রোববার অফিসিয়ালি চিঠি রিসিভ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ভিসি ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তার বাসায় পাঠানো হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn