কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মানিক সরকারের তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর, নেতাকর্মীদের গ্রে’প্তারসহ হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নৌকায় ভোট না নিলে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের লা’শ ন’দীতে ফেলার হু’মকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নোমান মিয়ার বিরুদ্ধে।

তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে, বিদ্রোহী প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন,

নৌকার প্রার্থীর কর্মীরা গত চার-পাঁচ দিনে ইউনিয়নের মাইথারকান্দি, ওলানপাড়া ও রামনগর এলাকায় তার নির্বাচনী অফিস ভা’ঙচুরসহ নেতাকর্মীদের মা’রধ’র করে প্রচার-প্রচারণায় বাধা দেন। এ বিষয়ে তিনি জেলা নির্বাচন অফিসে আবেদন করেছেন।

তিনি আরও বলেন, পুলিশ তার অফিস ভা’ঙচুরে’র মা’মলা না নিলেও উল্টো তাকে প্রধান আ’সামি করে একটি মা’মলা দিয়ে তার পাঁচ কর্মী-সমর্থককে গ্রে’প্তার করছে। অব্যাহত হু’মকির কারণে গত দু’দিন তিনি নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন। তবে নোমান মিয়া বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn