আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতোই ব্ল্যাকমেইল করুক না কেন পরমাণু কর্মসূচি তারা ত্যাগ করবে না। তাদের ঘরের দরজায় যুদ্ধ চলে আসলেও না। গতকাল শনিবার এক প্রতিবেদনে দেশটির বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যতোই চেষ্টা করুক তারা পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। এদিকে রাশিয়া উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাগরে রাশিয়ার ট্যাংকার থেকে উত্তর কোরিয়ার জাহাজে তেল দেওয়া হয়েছে বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন।
সম্প্রতি তিনবার এমন ঘটনা ঘটেছে। এর মাধ্যমে জাতিসংঘের অবরোধ আরোপকে লঙ্ঘন করা হচ্ছে বলে কর্মকর্তারা বলছেন। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn