পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ।শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে মরিয়ম জানান, তার ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধব তাকে নেতৃত্বের আসনে দেখতে চান। কিন্তু এ বিষয়ে চিন্তাভাবনা করলেও পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। শনিবারই তিনি ৪৫ বছরে পা রাখলেন। জন্মদিনে এক টুইটবার্তায় তিনি বলেন,  শরিফ পরিবার তার ওপর ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বদানের ভার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যে বিবৃতি প্রচারের কথা বলা হচ্ছে, তা তার ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তুলনামূলক কম সময়ে নিজের বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেন মরিয়ম। তিনি বলেন, আমার এখন কাজে মনোযোগী হওয়ার সময় হাতে রয়েছে। এ জন্য তিনি অল্প বয়সে বিয়ে হওয়াকে সৌভাগ্য বলে মনে করেন। তিনি আরও বলেন, ‘বাচ্চাদের বড় করার জন্য আমি পুরো সময়টা তাদের দিয়েছি। এখন আমি স্বাধীন। আমার বাচ্চারা এখন ছোট থাকলে আমি এত কাজের সুযোগ পেতাম না।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn