সিলেটে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন- দেশ যখন বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে। তখন পাকিস্তানের প্রেতাত্মারা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় এদেশ পাকিস্তানের মতো অশান্তিতে থাকুক। বিচার বিভাগেও পাকিস্তানি প্রেতাত্মাদের ছায়া পড়েছে।  আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, বিএনপি নেতারা এখন সংবাদ সম্মেলন করে বিচারপতিদের মুখপাত্রের দ্বায়িত্ব পালন করছেন। তারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। এবার বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়ে ষড়যন্ত্র করছেন।

ডা. ইভানা বেগম সোনালীর পরিচালনায় এবং সিলেট এমএজি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চেšধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল,  সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, বিএমএ সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেলের পরিচালক বিগেস্খডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn