পীর হাবীব (ফেসবুক থেকে)এখন ফিরে তাকালেই দেখি সেই দিনগুলিই কতো সূখ আনন্দ আর উৎসবের ছিলো! ছিলো ভালোবাসা মায়া মমতার! এতো উপচে পড়া আনন্দের জীবন!সেই কৈশোর, বাড়ি মাতানো পাড়া জমানো, স্কুল মাতিয়ে কড়া শাসনে সব টুকু সূখ টেনে নেয়া! সেই কৈশোর আহা দূড়ন্ত কৈশোর কত হৈচৈ কতো মাঠে খেলা,আকাশে ঘুড়ি ছেড়ে প্যাচ কাটা খেলা।অবাধ্য দুপুরে কতো পুকুরে সাতার কাটা,কত বৃষ্টি কাদায় ফুটবল খেলে ঘড়ে ফেরার আগে কতোটা সাতরে ডুবে ডুবে জলের খেলায় মেতে আসা! সেই তারুন্য কলেজ ক্যাম্পাস, ছাত্রমিছিল, লিটল ম্যাগ কবিতায় ক্রিকেটে আড্ডায় কতো পথ!শীতেশের চায়ের ষ্টলে দিন কাটানো চা সিগারেটের আড্ডা।কত কি আয়োজন,পিকনিক গানের জলসা,কবিতা পাঠ!
যৌবনের সোনালী সাতটি বছর নিরন্তর আড্ডায় মতিহার ক্যাম্পাস,আবুর ক্যান্টিন,সিলসিলা!হলে হলে ছুটে যাওয়া, দিবানিশি ইশ্টিসনে  আসর মাস্তি!সেই বেলা কতোই না সূখের ছিলো তবু তাড়া ও তাগিদ ভিতরে,কবে বড় হবো?নিজের জীবন হবে,পেশার জগৎ,সংসার সন্তান কত কি পাওয়ার লোভ!
একদিন পড়া শেষে বড় হলাম,কর্মে জড়ালাম,বড় হতে হতে সন্তান ঘর ক্যারিয়ার সব পেলাম!অখন্ড  অবসরে জীবন ক্ষয়ে যেতে দেখি!অন্তহীন হাহাকার অতৃপ্তি বেদনায় হৃদয় পুড়ে কি এক গভীর শূন্যতায়! একদিন বড় হয়ে দেখি জীবনের অনেকটাই চলে গেছে।বেশি নাই বাকি!কিন্তু কখনোই মনে হয়না সেই ছেলেবেলার চেয়ে সূখী হয়েছি আমি! চারপাশে তুমুল প্রতিযোগিতা,লাভ লোভে হিসেবে মতলবে!আবেগ প্রেম মমতা সরলতা কিছু নেই!এ কেমন।জীবনে এ পরিনত বয়সে!এ কি আমার একার নাকি সবার অনুভূতি!!আমি তার কিছুই জানিনা!  লেখক : প্রধান সম্পাদক, পূর্বপশ্চিমবিডি.নিউজ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn