বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ-৩) আসনের এমপি এম.এ মান্নানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দকৃত অর্থ বিভিন্ন মণ্ডপের সভাপতি-সেক্রেটারির হাতে বিতরণ করা হয়। প্রতিমন্ত্রীর নির্দেশে তাঁরই প্রেরিত একটি প্রতিনিধিদল পূজামণ্ডপগুলো পরিদর্শন শেষে এই অর্থ বিতরণ করেন।বুধবার (২৭ সেপ্টেম্বর) তাঁর নির্বাচনী এলাকার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌকলা সার্বজনীন পূজামণ্ডপে এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।প্রতিমন্ত্রী এম.এ মান্নানের ব্যক্তিগত সহকারী আবুল হাসনাতের স্বাগত বক্তৃতায় ও সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক জ্যোতি ভূষণ তালুকদার জন্টু, দক্ষিণ সুনামগঞ্জ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ দে প্রমুখ।এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ওই প্রতিনিধিদল একই ইউনিয়নের টাইলা গ্রামে ‘টাইলা সার্বজনীন’ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনাসভায় মিলিত হন।

টাইলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর পরিচালনায় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, প্রতিমন্ত্রী এম.এ মান্নানের এপিএস আবুল হাসনাত, জুয়েল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক জ্যোতি ভূষণ তালুকদার জন্টু, দক্ষিণ সুনামগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ দে, জগন্নাথপুরের কলকলিয়া ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি ফয়জুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি বোরহান উদ্দিন দোলন, সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ।এ সময় প্রতিমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। ওই প্রতিনিধি দলের নেতারা একই ইউনিয়নের ‘টাইলা পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের’ স্থাপিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সব কয়টি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপির হয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn