ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তি ও প্রতিমা ভাংচুর ও নির্যাতন নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের ট্রাফিক পয়েন্টে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সহ সভাপতি স্বপন কুমার দাশ, গৌরাঙ্গ পদ দাশ, ঝন্টু তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাধা কান্তি দাস, কোষাধ্যক্ষ নবেন্দু দাশ, সুজিত দে, রবি দে, জয়ন্ত বণিক, শংকর বণিক, কলি তালুকদার আরতি, জাতীয় পরিষদ সদস্য শুভব্রত বসু, চন্দন কুমার রায়, অরুণ দে, বিধান দাস, মঙ্গল রায়, স্বপন বনিক,স্বপন সরকার, বলাই এষ, বিজন রায়, গৌরা বণিক,নিতাই চন্দ্র,বিশ্বজিৎ রায়,সুমন দে, বিপ্লব তালুকদার, রতন সরকার , ঝনড় সরকার, দীরেন্দ্র বিশ্বাস প্রমুখ।

বক্তব্যে তারা দাবি করেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে অভিলম্বে মুক্তি করার দাবি জানান তারা। সমাবেশে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদ জানান তারা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn