প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। খেলাধুলার মান বাড়াতে সরকার সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। বাংলাদেশ খেলাধুলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সন্তানদের মানসিক বিকাশে তাদের খেলাধুলার প্রতি নজর দিন। বই পড়ার পাশাপাশি সুস্থ মানসিকতা গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আজ বিশ্বদরবারে ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ বিভিন্ন খেলায় নতুন অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এ ধারাকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার সর্বাত্মকভাবে আন্তরিক।

তিনি আরও বলেন, কোনো স্কুল কিংবা কলেজের মাঠে যেন যেতে না হয়, সেজন্য আমারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দেবো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn