প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীকে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২১ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুছ ছালাম মণ্ডল স্বাক্ষরিত এক আদেশে এই অব্যাহতি দেওয়া হয়। রোববার (০১ এপ্রিল) ওই আদেশ হাতে পান খুলনা জেলার প্রধান পিপি কাজী আবু শাহিন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে লেখা ওই পত্রে বলা হয়েছে, ‘…খুলনা জেলার মহানগর দায়রা জজ আদালতের পিপি জনাব সুলতানা রহমান (শিল্পী)-কে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় তার নিয়োগাদেশ বাতিল পূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ খুলনার জেলার প্রধান পিপি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবু শাহিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি চিঠির সত্যতা সম্পর্কে নিশ্চিত করে জানান। সুলতানা রহমান শিল্পীর বড় মেয়ের জামাই হলেন নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন। ওই মামলার রায় ঘোষণার পর শিল্পী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ছিলেন। প্রধান পিপি আবু শাহিন আরো জানান, পত্রটি পাওয়ার পর তিনি মন্ত্রণালয়ে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন। অপরদিকে মহানগর দায়রা জজ আদালতের পিপি ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ধরনের কোনো চিঠি এখনো পাননি বলে জানান। তিনি প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তির কথা শুনে বিস্ময় প্রকাশ করেন। আওয়ামী লীগ নেত্রী সুলতানা রহমান শিল্পীর ভাই হলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে গত মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তের ঘোষণা দিয়েছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn