প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়মিত করদাতার সম্মান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত করদাতা হিসেবে ‘আয়কর পরিচয়পত্র’ বা কর কার্ড  গ্রহণ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রি সভার বৈঠকের শুরুতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে এই কর কার্ড তুলে দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিত আয়কর প্রদান করে একটি অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য এনবিআর একটি স্বীকৃতিফলক   তৈরি করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn