সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ছাতক-দোয়ারাবাসী হাজার কোটি টাকার সার্বিক উন্নয়ন ভোগ করতে পারছে। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যার দক্ষ নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু এখন দৃশ্যমান বিষয়।

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খিদ্রাকাপন, হাবিদপুর ও বিনন্দপুর গ্রামের যৌথ উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক এখন বিশ্ব মডেল। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কুলাউড়ায় ক্লিনিক পরিদর্শন শেষে জাতিসংঘে ফিরে গিয়ে বিশ্বকে বলেছিলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার এ মডেল গ্রহণ করার জন্য। কিন্তু চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের করা এ প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছিল। তিনি আরো বলেন, শিক্ষাবান্ধব সরকার শিক্ষার আলো সর্বস্তরে পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অবৈতনিক ও বৃত্তিমুলক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এর ধারাবাহিকতায় ছাতক-দোয়ারার সর্বস্তরের শিক্ষার্থীর জন্য উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে সরকার।

খিদ্রাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদ্রাকাপন জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব উকিল আলী। কানাডা আওয়ামী লীগ নেতা আমজদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা করুণাসিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কদর মিয়া, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।

এতে বক্তব্য রাখেন পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, পাইগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়া, গণিপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সমতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসবাহ উজ জামান শিলু, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম এ রশিদ আহমদ, কানাডা আওয়ামী লীগ নেতা নুরুল হক, পীর আরশ আলী, ইউপি সদস্য আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান, আকবর আলী, আনছব আলী ও আব্দুল আহাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, রাসেল আহমদ, সাকের রহমান বাবুল, যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, আব্দুল আলিম, যুবলীগ নেতা আজির আহমদ, লিমন মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক সম্পাদক লোকমান হুসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হুসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, সানোয়ার হুসেন, ছাত্রলীগ নেতা মোশতাক আহমদ পীর, খালেদ হুসেন, স্বপন দাশ সাগর প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn