দোয়ারাবাজার ::  দোয়ারাবাজার সীমান্তের ওপারে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক কামরুলের লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। রোববার (৬ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলাধীন সোনালি চেলা সীমান্ত ফাঁড়ি সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত (বিজিবি ও বিএসএফ‘র) পতাকা বৈঠকের মাধ্যমে ওইদিন সন্ধ্যায় দোয়ারাবাজার থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশটি হস্তান্তর  করেন ভারতীয় পুলিশের সাব ইন্সপেক্টর ইরাই-ন ঢং।  উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় সীমান্তের ওপারে মেঘালয়ের পাথরঘাটা বিএসএফ ক্যাম্প এলাকা থেকে ভারতীয় পুলিশ বাংলাদেশি যুবক কামরুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলং সদর হাসপাতালে প্রেরণ করে। সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রঘারপাড় গ্রামের আশক আলীর পুত্র। গত বুধবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল বলে তার স্বজনরা জানান। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য কামরুলের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn