বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। লন্ডনের বিখ্যাত ভেন্যু কেনিংটন ওভালে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওযার কথা দুই দলের লড়াই। তবে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা দেখা দিয়েছে! স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ওভালে দিনভর বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। সকালে বৃষ্টির আশঙ্কা আছে। সারাদিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। ম্যাচের সময়ে আকাশ ৯০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। আর্দ্রতা ৪০ থেকে ৫০ ডিগ্রির মধ্যে থাকবে। গোটা দিন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে টাইগাররা। আর কিউইরা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। উভয় দলই এ ম্যাচ জিতে এগিয়ে যেতে চায়। সেখানে তৃতীয় প্রতিপক্ষ এখন আবহাওয়া।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn