কানাডিয়ান আদালত বিএনপিকে সঠিকভাবেই বারবার মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন জয়। জয় লিখেন, ‘২০১৩ ও ২০১৫ সালে বিএনপি-জামাত যাত্রীবাহী পরিবহনে নিরীহ জনগণের ওপর নির্বিচারে অগ্নিসন্ত্রাস চালায়। বাস, ট্রেন, গাড়ি ও অটোরিকশায় তাদের পেট্রল বোমা আক্রমণে নিহত হয় শত শত নারী, পুরুষ ও শিশু। আরও হাজারো মানুষজন আহত হয়, যাদের মধ্যে অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়েছেন।’ তিনি আরও লিখেন, ‘অন্য যেকোনো দেশেই বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদের সব সদস্যদের জেলে ভরা হতো। কানাডিয়ান আদালত তাদেরকে সঠিকভাবেই বারবার মূল্যায়ন করেছে : একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn