সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুই নেতাকে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে দলটির ৬৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার হাজিরার সময় পুলিশ সবসময় ধৈর্যের সঙ্গে কাজ করে। আজও পুলিশ ধৈর্য ধরে ছিল। কোনও কারণ ছাড়াই তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। বহরে খালেদা জিয়া থাকায় আমরা বড় ধরনের অ্যাকশনে যাইনি।’ ডিসি মারুফ বলেন, ‘নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ২ নেতাকে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নিয়ে যায়। তারা পুলিশের প্রিজনভ্যানের কাচ ভেঙে ফেলে। পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করে, তাদের অস্ত্র ভেঙে ফেলে। এর পরই ঘটনাস্থল থেকে ৬৯ জনকে আটক করা হয়।’

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আগের মতোই হাইকোর্ট এলাকায় জড়ো হয়েছিল দলটির নেতাকর্মীরা। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও সোহাগ মজুমদার নামে ২ নেতাকে আটক করে পুলিশ। তাদেরকে প্রিজনভ্যানে রাখা হয়। এরপর হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপি কর্মী ওই প্রিজনভ্যানে ভাঙচুর চালিয়ে নেতাদের ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের দাবি, খালেদা জিয়া ফেরার সময় মিছিল থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশরাফুল আজিমের হাতের আঙুল ফেটে যায়। কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের হেলমেট ও রাইফেল ক্ষতিগ্রস্ত হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn